March 22, 2019

সরকারের ভিশন-২০২১ এখন ২০৪১

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে “বর্তমান সরকারের সাফল্য অর্জন উন্নয়ন ভাবনা বিষয়ক বিশেষ প্রচার অভিযান এর অংশ হিসেবে ভিশন-২০২১ শীর্ষক এক প্রেস ব্রিফিং মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজিত প্রেস ব্রিফিয়ে এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজুল ইসলাম,সদর উপজেলা চেয়ারম্যান চ ুমনি চাকমা।

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার মিলন চাকমা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়–য়া,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রণিক ত্রিপুরা,মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরা প্রমূখ।

প্রেস ব্রিফিং এ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, বর্তমান সরকারের সময়ে দেশব্যাপী ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। যার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ভিশন ২০২১ কে সামনে রেখে কাজ করে আসলেও আগামী ২০৪১ সালের রূপকল্প বাস্তাবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। এ দেশের সকল সেক্টরের উন্নয়নের জরিপ তুলে ধরে বক্তরা চলমান উন্নয়নের গতিধারা বজায় থাকলে এ দেশ একদিন উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যে খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া স্থানীয় হাসপাতালসহ কর্মরত ডাক্তারদের অসহযোগিতার অভিযোগ করে বলেন, বর্তমান সরকার চিকিৎসা সেবা সাধারণ মানুষের কাছে পৌছে দিতে নানা কর্মসূচী হাতে নিলেও খাগড়াছড়িতে তার চিত্র ভিন্ন। এ সময় তিনি সরকারের প্রতি চিকিৎসা খাঁতসহ স্থানীয় পেশাজীবি সাংবাদিকদের উন্নয়নে কর্মসূচী গ্রহণের দাবী জানান।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি

Related posts