February 23, 2019

“সমকালীন চ্যালেঞ্জের ধমীয় শিক্ষা”আন্ত ধর্মীয় সংলাপ

হাকিকুল ইসলাম খোকন,বিশেষ সংবাদদাতাঃ  গত রবিবার, বিকাল ৩টায় ১৮৮-১৫ ম্যাগলিন এভিনিউ হলিস, নিউইয়র্ক, এনওয়াই ১১৪ ২৩-এর  বায়তুজ জাফর মিলনায়তনে অনুষ্টিত হলো আন্ত , ধর্মীয় কনফারেন্স, ঈমাম শামসি আলীর স ালনায় “ধর্মীয় শিক্ষা ও সমকালীন চ্যালেঞ্জ” বিষয়ক ইন্টারফেইথ কনফারেন্সে বুদ্ধিটস, খ্রিষ্টান , ইসলাম, হিন্দু, ইহুদী এবং শিখ ধর্মাবলম্বী নেতারা অংশ নেন । শুরুতেই মুহাম্মদ আফজালের তেলাওয়াত কৃত আয়াতের অনুবাদ করেন আসলাম আলী মুহাম্মদ।নিরবতা পালনের পর হিন্দু ধর্মের সারা পাটেল, ইউনিভার্সেল পিয ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রিচার্ড ডি সেনা, জুইস কমিউনিটি রিলেশন্স কাউন্সিল অব নিউইয়র্ক এর ডিরেকটর রাবী বব কাপলান , ঈমাম শামসি আলী , কলম্বিয়া ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্কুল জার্নালিজম এর প্রফেসর ও নিউইয়র্ক টাইমস এর সাংবাদিক এরি এল গ্লোডম্যান এবং ইসলামিক স্কলার আফ্রিকান ,আমরিকান ঈমাম আজহার হানিফ বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন  প্রেসিডেন্ট হাকিকুল ইসলাম খোকন, বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বেন নিউইয়র্ক ট্রাইটেস্ট সমন্বয়কারী সৈয়দ ফজলুর রহমান, কমিউনিটি এক্টিভিষ্ট এম জি রাব্বী আহমেদ , আইটিভি ইউএসএ প্রধান নির্বাহী আন্তঃধর্মীয় নেতা মুহাম্মদ শহীদুল্লাহ, বিশেষ অতিথি বিশেষে অনুষ্টানের শুরুর দিকে বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট এস্যাম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন।
কসরা বিশ্ব শান্তি প্রতিষ্টায় ধর্মীয় মুল্যবোধ বৃদ্ধি এবং বাস্তবায়নের শাধ্যমে আন্তঃ ধর্মীয় সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেন।

ইন্টারফেইথ কনফারেন্স ও সেম্ফুজিয়ামে বুদ্ধিজম, খৃষ্টানিটি, ইসলাম, হিন্দুজম ও শিখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আহমদিয়া মুসলিম কমিনিউনিটির উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বিপুল সংখ্যাক প্রবাসীর অংশ গ্রহন লক্ষনীয়। মুলধারার নারী পুরুষসহ বাংলাদেশী নারী পুরুষদের অভাবনীয় মিলন মেলায় পরিনত হয় অনুষ্টানটি। আহমদিয়া মুসলিম কমিউনিটির অন্যতম সংগঠক এমজি রাব্বী অতিথিদের বিশেষ অভ্যার্থনা জানান।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/১৫ এপ্রিল ২০১৬/রিপন ডেরি

Related posts