February 16, 2019

সবাইকে অবাক করে বিপিএলের সেমিফাইনাল খেলতে শেষ চারে উঠেছে যে টিম

বিপিএল

ঢাকা না সিলেট অনেক বিতর্ক হয়েছে কয়েকদিন ধরে। এক দিকে ঢাকার বাজে ফর্ম অন্যদিকে সিলেটের ঘুরে দাঁড়ানোই ভিন্ন চিন্তায় নিয়ে যায় সকলকে। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে কুমিল্লা সিলেট দলকে ১৫১ রানের টার্গেট দেয়। এই টার্গেট তাড়া করার জন্য মাঠে নামে সিলেট। সিলেটের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। সিলেটের টিকে টিকে থাকার লক্ষ্যটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। মাত্র ১০.৪ বলে ওই টার্গেট টপকাতে হত সিলেটকে। কিন্তু এটি এক মহাকাব্য রচনার মত। সেটা এরই মধ্যে অসম্ভব হয়েছে আফ্রিদিদের জন্য। সিলেটের শেষ চারের টিকিটের জন্য শুধু এটাই নয় ঢাকাকে হারতে হবে বরিশালের বিপক্ষে। যদিও সময় আছে বেশ। তবে এখনই চূড়ান্ত হয়েছে পুরো বিষয়টি। শেষ চারে যাওয়ার নুন্যতম কোনো সম্ভাবনা নেই সিলেট দলের। আফ্রিদি আশা জাগিয়ে বিপিএলকে ঠিকই মাতিয়ে তুলেছেন। তবে এবার সমাধান এসেছে এই জটিল অংকটির। আর সেটি হলো সিলেট নয় সেমিফাইনালে খেলবে সাঙ্গাকারার ঢাকা ডিনামাইটস। কুমিল্লার বিপক্ষে দ্রুত ৫টি উইকেট হারায় সিলেট। ৮ ওভারে ৪৮ রান করে আফ্রিদির সিলেট। আর তখন শতভাগ নিশ্চয়তার সাথে বলা যায় শেষ চারে ওঠার সব স্বপ্ন শেষ আফ্রিদিদের। অন্যদিকে কালো মেঘ কেটে গেছে ঢাকার। বরিশালের কাছে ঢাকা হেরে গেলেও সেমিফাইনাল খেলবে এই দলটি।

Related posts