
ইন্টারন্যাশনাল ডেস্কঃ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের অস্ত্র ভাণ্ডার আরো সমৃদ্ধ করার জন্য রাইফেল ও গ্রেনেড বহনে সক্ষম রোবট আবিস্কার করেছে চীন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
নব আবিস্কৃত ৩ টি ‘সন্ত্রাস বিরোধী’ অস্ত্রের মধ্যে অন্যতম এই রোবট দেখতে খেলনা আকৃতির। তবে এই অস্ত্র সন্ত্রাসীদের হাতে পড়া থেকে রোধ করার জন্য কি পদক্ষেপ নেয়া হয়েছে তা প্রকাশ করেনি চীন।
রিপোর্টে জানা যায়, খেলনাকৃতির এই রোবটগুলো যুদ্ধক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করতে সক্ষম। বেইজিং এ গত সপ্তাহে অনুষ্ঠিত বিশ্ব রোবট কনফারেন্স,২০১৫ তে রোবটগুলো উন্মোচন করা হয়।
নবআবিস্কৃত প্রথম মডেলের রোবটের নাম ‘রেকোনেসা’ নির্ধারণ করা হয়েছে।
বেইজিং পুলিশ ইতিমধ্যেই রোবটটির নির্মাতা প্রতিষ্ঠান এইচআইটি রোবট গ্রুপকে ৩ টি রোবট সরবারহ করার অর্ডার দিয়েছে। এগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে ১.৫ মিলিয়ন ইউয়ান যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি টাকারও বেশি।
সূত্র: সিনহুয়া
দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি