November 15, 2018

শ্রাবন্তী এখন ওয়েস্টিন হোটেলে

শ্রাবন্তী এখন ওয়েস্টিন হোটেলে

বিনোদন ডেস্ক:

প্রথমবারের মতো ঢাকায় এসেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘শিকারী’ ছবির মহরতে অংশ নিতে তিনি একদিনের সফরে আজ বেলা ১১টায় ঢাকা এসে পৌঁছেছেন। ছবিতে তিনি বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন। এখন তিনি ঢাকার একটি অভিজাত হোটেলে অবস্থান করছেন। আজ সন্ধ্যায় সেখানেই ছবির মহরত অনুষ্ঠিত হওয়ার কথা বলে জানা গেছে ছবির নির্মাতা সূত্রে। খবর-এনটিভি

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘আজ বেলা ১১টার দিকে শ্রাবন্তী ঢাকায় এসে পৌঁছেছেন। তিনি এখন ওয়েস্টিন হোটেলে আছেন। আমরা সেখানেই আজ সন্ধ্যা ৭টায় ছবির মহরত করব। অনুষ্ঠানে শাকিব খানও উপস্থিত থাকবেন। আগামীকাল সকালে শ্রাবন্তী কলকাতায় ফিরে যাবেন।’

শুটিং শুরু হবে কবে? কেমনই বা হতে যাচ্ছে এই ছবির গল্প? এ প্রসঙ্গে আবদুল আজিজ বলেন, ‘আমরা আগামী ১৪ তারিখ থেকে ছবির শুটিং করব কলকাতায়। এর পর ইউরোপের বিভিন্ন দেশে ছবির শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। আগামী মাসের শুরুতে বাংলাদেশে শুটিং হবে। নায়ক শাকিব খানকে এই ছবিতে অ্যাকশন হিরো হিসেবে পাব। একটি কিলিং মিশনকে কেন্দ্র করে ছবির গল্প। এর চেয়ে বেশি কিছু বলা যাবে না।’

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজ প্রযোজিত এই ছবি পরিচালনা করছেন বাংলাদেশের সীমান্ত ও কলকাতার জয়দেব। ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু। ছবিতে শাকিব খান ও শ্রাবন্তী ছাড়াও অভিনয় করবেন বাংলাদেশের অমিত হাসান, সুব্রত, শিবা সানু এবং কলকাতার রাহুল দেব, সব্যসাচী, লিলি প্রমুখ।

 

Related posts