February 19, 2019

শেষ রাতে কেপে উঠলো গাইবান্ধা

1111
তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা: শেষ রাতে ঘুমের কাতর ছিল মানুষ। প্রাকৃতিক ডাকে জেগে উঠলো সাবাই। সেই সময় শুরু হয়েছিল ঘর-বাড়ি, গাছ-পালা ও ভুমি সমূহের কাপুণি। আতঙ্ক বিরাজ করেছিল জনমনে। এভাবে সারা দেশের ন্যায় গাইবান্ধার জেলার বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোর ৫ টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের আতঙ্কে বাসা-বাড়ি থেকে তাড়াহুড়া করে বেরুতে থাকে মানুষ। আশ্রয় নিয়েছিল নিরাপদ স্থানে। কম্পন থেমে যাওয়ার পর শুরু হল আতœীয়-স্বজনদের খোজ-খবর নেয়া। অনেকে জানান, গত এক বছরের মধ্যে এই ভূমিকম্পই সবচেয়ে শক্তিশালী ছিল। মিনিট খানেক তীব্র ভূমিকম্পন স্থায়ীত্ব ছিল। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Related posts