April 21, 2019

শিশু বিক্রির বিজ্ঞাপন দিল জুয়ার দায়ের জন্য !

ইসরায়েলে জুয়ার দায় মেটাতে গিয়ে নিজের তিন মাসের শিশু সন্তানকে বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে দম্পতি। অনলাইনে নিজের সন্তান বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল তারা।

অনলাইনে বিজ্ঞাপন দেখে একজন পুলিশ বেনামে কয়েকবার ওই শিশুর বাবার সঙ্গে যোগাযোগ করে এবং দেখা করে। তদন্তে দেখা যায় শিশুটির বাবা পাড় জুয়াড়ি এবং সব মিলিয়ে বিভিন্ন জায়গায় তার পাঁচ লক্ষ ডলার দেনা রয়েছে। শিশুটির বাবা ১ লাখ শেকেল বা ২৬ হাজার ডলার মূল্যে বিক্রি করতে সম্মত হয়। গত বুধবারে শিশুটি সঙ্গে নিয়ে দেখা করতে আসে আর তখনই পুলিশ তাকে আটক করে। এর কিছুক্ষণ পরে তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়। এই দুইজনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।

তিন মাসের শিশুটির বিজ্ঞাপনে সুস্থ ও সবল উল্লেখ করা হলেও মেডিকেল চেক আপের পরে দেখা গেছে যথেষ্ট অযত্নের শিকার হচ্ছিল সে। বর্তমানে শিশুটি দেশটির রাজধানীর সমাজকল্যাণ কর্তৃপক্ষের জিম্মায় রয়েছে

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/মেহেদী/ডেরি

Related posts