March 20, 2019

সেই শিক্ষকের ফাঁসির দাবী তাহরিক খতমে নবুয়্যাতের (ভিডিও)

রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ   ইসলাম ধর্ম নিয়ে কুটুক্তিকারী বন্দরের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ও তার সহযোগী সমর্থকদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছেন তাহরিক খতমে নবুয়্যাত বাংলাদেশ। আমীরে তাহরিকে খতমে নবুয়্যাত ড. সাইয়্যেদ মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর সভাপতিত্বে বুধবার দুপুর ২টায় চাষাড়া শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, শ্যামল কান্তি ভক্তর পক্ষ যারা নিচ্ছেন তাদের ইসলাম বিরুদ্ধ আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির দেয়া হক। হিন্দু ও মুসলমানের মাঝে সংগাত সৃষ্টির জন্য তারা নানা কৌশল প্রয়োগ করেছে। যারা ধমর্ নিয়ে বিরুধীতা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে  কঠোর আন্দলন গড়ে তোলা হবে। আসুন সকলে ঐক্যবদ্ধ হই।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

 ভিডিওঃ সেই শিক্ষকের ফাঁসির দাবী তাহরিক খতমে নবুয়্যাতের

 

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন ডেরি/১৮ মে ২০১৬

Related posts