February 23, 2019

শাহরুখের উপর হামলার পর সালমানকে হত্যার হুমকি!

Salman Khan

সম্প্রতি শাহরুখ খানের গাড়ির ওপর হামলা চালানো হয় গুজরাটে। ‘রইস’ সিনেমার শুটিংয়ের জন্য শাহরুখ আহমেদাবাদে গেলে সেখানে তাঁর গাড়ির ওপর পাথর ছোঁড়া হয়। সেই ঘটনার পর এবার বলিউড স্টার সালমান খানকে খুনের হুমকি দিল কে বা কারা। অজানা ফোনে এভাবেই আতঙ্ক ছড়াল মুম্বাইয়ের সিটি পুলিশ কন্ট্রোল রুমে।
সূত্রের খবর, সালমানকে খুনের হুমকি দিয়ে গত ১৬ ফেব্রুয়ারি একটি ফোন আসে। কিন্তু বিষয়টি নিয়ে বেশি হইচই করেনি পুলিশ। এমনকি, খবর যাতে বেশি না ছড়ায়, সেদিকে খেয়াল রেখেই খোঁজ খবর চলে। শেষ খবর পাওয়া পর্যন্ত, সালমানকে খুনের হুমকি দিয়ে যে ফোনটি করা হয়েছিল, সেটিকে ভুয়া ফোন বলে পুলিশ অনুমান করে। যদিও, বিষয়টি নিয়ে সালমান বা খান পরিবারের কেউ কোনও রকম মন্তব্য করেনি। এমনকি, এরকম ধরণের কোনও হুমকি করা হয়নি বলেও বলিউড ভাইজানের ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে।

বর্তমানে ‘সুলতান’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত দাবাং খান সালমান। সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে আনুশকা শর্মাকে।

Related posts