April 26, 2019

শার্শায় ফেনসিডিলসহ আটক দুই সহোদর

767
মহসিন মিলন,বেনাপোল প্রতিনিধিঃ   যশোরের শার্শা উপজেলার পান্তাপাড়া গ্রাম থেকে ৩৫১ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই সহোদর মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক সহোদর দুই ভাই হলেন, শার্শা উপজেলার পান্তাপাড়া গ্রামের নওশের আলীর ছেলে কুরবান আলী(২২) ও আরমান আলী(২০)।

শার্শা থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) মুরাদ জানায়, তাদের কাছে গোঁপন সংবাদ আসে দুই মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে শার্শা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এসময় পুলিশ অভিযান চালিয়ে শার্শার পানতাপাড়া এলাকা থেকে তাদের দুই ভাইকে আটক করে। এসময় তাদের কাছ থেকে  ৩৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে দুই ভাইএর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে র্শাশা থানায়।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts