April 19, 2019

কবি শামসুল হকের সুস্থতায় আশাবাদীঃ থেরাপি শুরু মঙ্গলবার

স্টাফ রিপোর্ট, লন্ডন: বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম লেখক সৈয়দ শামসুল হক। বিশ্বখ্যাত ক্যানসার স্পেশালিস্ট হাসপাতাল সাউথ লন্ডনের রয়েল মার্সডেনের অধীনে কবির চিকিৎসা কার্যক্রম চললেও এখনও এ হাসপাতালে ভর্তি হননি।

ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ কবিকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে আসার পর থেকেই তিনি পশ্চিম লন্ডনের নটিংহিলে মেয়ের বাসায় অবস্থান করছেন।

চিকিৎসক স্ত্রী আনোয়ারা সৈয়দ হক সার্বক্ষণিক দেখভাল করছেন অসুস্থ কবিকে।

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কেমো থেরাপি শুরু হচ্ছে মঙ্গলবার (২৬ এপ্রিল) থেকে, চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে ঐ দিনই।

তবে ফুসফুস ক্যানসার আক্রান্ত কবির আরোগ্যের বিষয়টি এখনও অসম্ভব কিছু নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, দীর্ঘদিন ব্রিটেনে বসবাস করলেও, আমৃত্যু বাংলাদেশের গর্বিত নাগরিক থাকার বাসনায় কবি কখনো এদেশের নাগরিকত্ব গ্রহণ করেননি। যে কারণে এদেশে এখন নিজের খরচে চিকিৎসা নিতে হচ্ছে।

Related posts