বাবু সাহা, লেবাননঃ বাংলাদেশ আওয়ামীলীগ লেবানন শাখার একাংশের সভাপতি আলী আকবর মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, লেবানন স্থানীয় সময় বিকাল ৩:০০ ঘটিকায় বৈরুত দূতাবাসের পাশের কফি হাউস থেকে আলী আকবর মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।৪/৫ জনের একদল গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে গাড়ীতে উঠিয়ে নিয়ে চলে যায়।এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাসের অন্তর্বতীকালীন সিডিএ (CDA,a.i) সায়েম আহমেদ এর সাথে যোগাযোগ করলে তিনি দি গ্লোবাল নিউজ২৪ ডট কম কে জানান, আমি শুনেছি আলী আকবর মোল্লা গ্রেফতার হয়েছে।তবে বিস্তারিত আমি কিছুই জানি না।
আকবর মোল্লা বাংলাদেশ আওয়ামীলীগ লেবানন শাখার যে অংশের প্রতিনিধিত্ব করতেন, তাদের সাথে যোগাযোগ করলেও তাৎক্ষনিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।