লেবানন থেকে বাবু সাহাঃ লেবানন বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত মদিনা রিয়াদিয়া শাখা কমিটির সভাপতি মাহবুর রহমান শামীম এর সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ও আওলাদ হোসেন এর যৌথ সঞ্চালনায় লেবাননে বিএনপি’র মদিনা রিয়াদিয়া শাখা কমিটির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৩৭তম শাহাদাত বার্ষিকী এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবানন বিএনপি কেন্দ্রীয় কমিটির সভাপতি মফিজুল ইসলাম বাবু।
বৈরুতের ছাবরা বাজার এলাকার হাম্মুদি ক্যাফে শপে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবানন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মানিক মোল্লা, শিক্ষা বিষয়ক সম্পাদক শহীদ উল্লাহ মাষ্টার, উপদেষ্টা সদস্য আবু তাহের, আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান মুজিব, যোগাযোগ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, অর্থ সম্পাদক আব্দুল কাদের, সেচ্ছাসেবী সংগঠন শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আজাদ মিয়া প্রমুখ।
উক্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন লেবানন বিএনপির সাবেক সভাপতি মোঃ মানিক মোল্লা, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল খালেক তাহের, আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, যোগাযোগ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, অর্থ সম্পাদক আব্দুল কাদের, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক শহীদ উল্লাহ মাষ্টার, সহ ক্রিয়া সম্পাদক জনি বেপারী, আইন-আল রোমানী শাখা কমিটির সহ-সভাপতি মোঃ মনির হোসেন ইকবাল, এন্তালিয়াছ শাখা কমিটির সভাপতি পিন্টু, জামুস শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আমির হোসেন, আদবাইয়া শাখা কমিটির সভাপতি শফিক মিয়া, মাজরা টিস্যু শাখা কমিটির সভাপতি রফিকুল ইসলাম রফিক, শ্রমিক দলেরসভাপতি দিদার খান, সাধারণ সম্পাদক সোহেল মিয়া পলাশ, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান আসাদ, সিনিয়র সহ-সভাপতি পাপ্পু বেপারী, দপ্তর সম্পাদক জি এস সুমন।
ইফতার মাহফিলে শ্রমিক দলের নেতৃবৃন্দরা অনুষ্ঠানের প্রধান অতিথিকে এবং মদিনা রিয়াদিয়া শাখা কমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।
ইফতার মাহফিলের আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথি মফিজুল ইসলাম বাবু বলেন, বিনা জরিমানায় অবৈধ বাংলাদেশি প্রবাসীদের দেশে পাঠিয়ে মান্যবর রাষ্ট্রদূত দেশের রেমিটেন্সে বিরাট ভূমিকা রেখেছেন। এজন্য তিনি জনবান্ধব রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপণ করেন।তিনি অতিসত্বর দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি দাবী করে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান।
বক্তারা আরো বলেন, ১৯৯৮ সালে লেবাননে বিএনপি প্রতিষ্ঠিত হয়।বিএনপি যেহেতু একটি বৃহত্তম রাজনৈতিক সংগঠন, সেহেতু কর্মীদের মাঝে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে।তাই বলে বিএনপি’র ঐক্য কেউ বিনষ্ট করতে পারবে না।বিএনপি আগেও এক ছিল, ভবিষ্যতেও এক ও অভিন্ন থাকবে।দলের শক্তি বৃদ্ধি করতে আমরা লেবাননে জাতীয়তাবাদী শ্রমিক দলকে স্বীকৃতি দিয়েছি।লেবাননে শ্রমিক দলের সভাপতি দিদার খানের নেতৃত্বে সহযোগি সংগঠনটি বিএনপি কেন্দ্রীয় কমিটি লেবানন শাখার পাশে থেকে কাজ করবে। অতীতে বিএনপি কেন্দ্রীয় কমিটি লেবানন শাখা অনুমোদনহীন ছিল।বর্তমান সভাপতি মফিজুল ইসলাম বাবু ও দলের নেতা কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান কমিটি অনুমোদন পেয়েছে।আশা করছি ঈদের পরেই দলের অভ্যন্তরিন সমস্যা চিরতরে নিরসন হবে।
পরে বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ বিএনপি লেবানন শাখার উপদেষ্টা আব্দুর রশিদের আত্মার মাগফেরাত ও মুসলিম উম্মাহের শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন লেবানন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম।