March 21, 2019

লেবাননে একে এম এনামুল হক শামীম সমর্থক গোষ্ঠীর কমিটি গঠন ও বর্ধিত সভা

cvc

বাবু সাহা লেবানন থেকেঃ লেবাননের দাওড়ায় ১৬ সেপ্টেম্বর বিকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দুই বারের কেন্দ্রীয় কমিটির সদস্য, ছাত্রলীগের সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য একে এম এনামুল হক শামীম সমর্থক গোষ্ঠীর কমিটি গঠন ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।মিলন সরকারকে সভাপতি, মানিক ছৈয়ালকে সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে রাজিব হাসান-নূরে আলম ঝলককে নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার প্রধান উপদেষ্টা আশফাক তালুকদার, প্রেসিডিয়াস সদস্য আবুল বাশার প্রধান, উপদেষ্টা আতিকুর রহমান, ঈসমাইল চৌধুরী আকরাম, সহ-সভাপতি রুবেল আহমেদ, সাধারন সম্পাদক মশিউর রহমান টিটু, যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন সরকার সহ লেবানন শাখার অন্যান্য নেতৃবৃন্দ ‍ও লেবাননে বসবাসরত শরীয়তপুর বাসী।

সভায় একে এম এনামুল হক শামীম সমর্থক গোষ্ঠীর কমিটি গঠন ও বর্ধিত সভা সফল ভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার নেতৃবৃন্দের পক্ষ থেকে লেবাননে বসবাসরত সকল শরীয়তপুর প্রবাসীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।নতুন সভাপতি মিলন সরকার বক্তব্য পর্বে অংশ নিয়ে বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা প্রবাসে এই কমিটি গঠন করেছি।শেখ হাসিনার সরকারকে তৃতীয় বারের মত ক্ষমতায় আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।আগামী সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসন থেকে আমরা একে এম এনামুল হক শামীমকে এমপি হিসেবে দেখতে চাই যার হাত ধরে আগামীতে শরীয়তবাসী সহ সমগ্র বাংলাদেশের উন্নয়ন ঘটবে।

লেবাননে একে এম এনামুল হক শামীম সমর্থক গোষ্ঠীর কমিটিতে যারা স্থান পেলেন তারা হলেন,

উপদেষ্টাঃ মোঃ হুমায়ুন মিঝি, জালাল বেপারী, মতিউর রহমান সরকার, মোঃ শাহজালাল, মোঃ ওসমান গণি পাইক ও মোঃ উসমান আলী।

সভাপতি- মিলন সরকার, সহ-সভাপতি-মোঃ জাহাঙ্গীর ও জসিম প্রধানীয়া, সাধারন সম্পাদক-মানিক ছৈয়াল, যুগ্ম সাধারন সম্পাদক-সুমন প্রধান ও দেলোয়ার, সাংগঠনিক সম্পাদক-রাজিব হাসান ও নূরে আলম ঝলক, প্রচার সম্পাদক-রুবেল বেপারী, উপ প্রচর সম্পাদক-আলী পাইক, দপ্তর সম্পাদক-রহমত সরকার, উপ দপ্তর সম্পাদক-সুজন হাওলাদার, তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক-সিএম শাকিল, উপ তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক-রুহুল আমিন, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক-হুমায়ুন গাজী, উপ যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক-মোঃ ফয়সাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-রিপন প্রধানীয়া, উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-মানিক বেপারি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক-মোঃ ফারুক এবং সদস্য পদে-ওসমান আলী মন্ডল, মনির সরকার, শাহজালাল সরকার ও নূরে আলম সরকার।

Related posts