March 26, 2019

লিস্টার ছাড়ার ইঙ্গিত দিলেন রিয়াদ মাহরেজ

aস্পোর্টস ডেস্ক::

লিস্টার সিটি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন দলের তারকা স্ট্রাইকার রিয়াদ মাহরেজ। ইতিমধ্যেই তিনি নিজের এই সিদ্ধান্তের কথা ক্লাবকে জানিয়েছেন বলে সূত্র মতে জানা গেছে।

লিস্টার সিটির প্রথমবারের মত ২০১৫-১৬ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের কৃতিত্বে আলজেরিয়ান এই তারকার অবদান অনেক।

ক্লাবের এক বিবৃতিতে মাহরেজ লিস্টার ছাড়ার ঘোষণা দিয়েছেন।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২৬ বছর বয়সী এই স্ট্রাইকারকে দলে নিতে মোনাকো আগ্রহ জানিয়েছে। তবে আর্সেনালও এই তালিকায় এগিয়ে রয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

৪০ মিলিয়ন ইউরোতে লিস্টারে যোগ দেয়া মাহরেজ বলেছেন, লিস্টার সিটি ফুটবল ক্লাবের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই আমি ক্লাব ছাড়ার ঘোষনা দিচ্ছি। ইতিমধ্যেই বিষয়টি তাদেরকে জানিয়েছি, এখানে গোপনীয়তার কিছু নেই। এখনই ক্লাব ছাড়ার বিষয়টি সঠিক বলে আমি মনে করছি। গত গ্রীষ্মে ক্লাব চেয়ারম্যানের সাথে আমার এ ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছিল। ওই সময়ই তার সাথে আমার কথা হয়েছিল আরেকটি মৌসুমে ক্লাবকে সহযোগিতা করার জন্য আমি থেকে যাব। তার সাথে সবসময়ই আমার সম্পর্ক ভাল ছিল। এমনকি ক্লাবের সকলের সাথেও, আশা করছি তারা আমার ওপর আস্থা রাখবেন।

তিনি আরো বলেন, লিস্টারে আমি ক্যারিয়ারের সেরা চারটি বছর কাটিয়েছি। এখানকার প্রতিটি মুহূর্ত আমি বেশ উপভোগ করেছি।

Related posts