April 20, 2019

লাইভ অনুষ্ঠানে শিশুকে আক্রমণ করল সিংহ

ইন্টারন্যাশনাল ডেস্কঃ মেক্সিকোর একটি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে শিশুকে আক্রমণ করেছে একটি সিংহ, যা সামাজিক মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে।

টেলিভিশন সেটে যখন লাইভ অনুষ্ঠানে ব্যস্ত উপস্থাপক, আর শিশুটিকে সযত্নে ধরে রেখেছে তার মা। ঠিক তখনই সিংহের একজন নিয়ন্ত্রণকারী থাকতেও হুট করে শিশুর পা’য়ে চড়াও করে সিংহটি। হিংস্র থাবায় শিশুর পা টেনে মুখের কাছে এনে কামড়ানোর চেষ্টা করে সিংহটি।

পরে সিংহের নিয়ন্ত্রনকারী সিংহটিকে সরিয়ে নেয়, শিশুর কান্নায় আওয়াজের রোল পড়ে যায় লাইভ অনুষ্ঠানটিতে।

ঘটনাটি ঘটে ২০০৭ সালে মেক্সিকোর একটি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে, যদিও সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে।চ্যানেল আই

Related posts