February 20, 2019

লন্ডনে সিলেটী বংশোদ্ভূত স্কুলছাত্রী নিখোঁজ

Londonপূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকা নিউহাম থেকে ১৪ বছর বয়সী এক সিলেটী বংশোদ্ভূত স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। শ‌নিবার (০৩ নভেম্বর) সন্ধ্যা থে‌কে নোহা মহসিন নামের ওই স্কুলছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

নোহার পরিবার সূত্রে জানা যায়, শ‌নিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নোহা বাসা থেকে বের হয়ে আর সে ফিরে আসেনি। বন্ধুরাও তার খোঁজ জানাতে পারেনি। বাইরে যাওয়ার সময় নোহার পরনে ছিল বেগুনি রঙের সুয়েটার ও সি ব্লু হ্যাট।

নোহার বাবার নাম মো. মহসিন একজন কমিউনিটি একটিভিস্ট। তার বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায়।

এদিকে নোহার রহস্যজনক নি‌খোঁজের ঘটনায় তার বাবা-মা সহ স্বজনরা উ‌দ্বিগ্ন হ‌য়ে প‌ড়েছেন।

লন্ডন মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ সূত্র জানায়, নোহার সন্ধা‌নে তারা তদন্ত শুরু ক‌রে‌ছে।

এর আগে ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রিন থেকে তিন স্কুলছাত্রী নিখোঁজ হয়। পরে জানা যায়, তারা আইএসে যোগ দিতে সিরিয়ায় চলে গিয়েছিল।

Related posts