February 18, 2019

লন্ডনে নজরুলজয়ন্তী ‘গাহি সাম্যের গান’ (ভিডিও)

নাজমুল হোসেন, লন্ডনঃ যুক্তরাজ্যে  বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ‘ রবীন্দ্র- নজরুল জয়ন্তী পর্ষদ, ইউকে’ এর উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। ( ভিডিও নীচে যুক্ত )

‘বাংলার জাগরন, আন্দোলন, বিদ্রোহে, বিপ্লবে, দ্রোহের কবি দুখু মিয়া ( কবি নজরুল ইসলামের আরেক নাম)  আজন্ম প্রেরনা’ কে চিত্তে ধারন করে গতকাল ২৬শে মে সন্ধ্যা ৬.৩০ টায় লন্ডনের হোয়াইট চেপলস্থ ‘ব্রাডি আর্ট সেন্টার’ এ হয়ে গেল এ  অনুষ্ঠান।

উদীচী শিল্পী গোষ্ঠী, যুক্তরাজ্যের সভাপতি গোলাম মুস্তোফার সমন্বয়ে যুক্তরাজ্যের ১৬ টি সাংস্কৃতিক সংঘঠনের পরিবেশনায় এ অনুষ্ঠান বিপুল সংখ্যক হল ভর্তি দর্শক উপভোগ করেন।

রবিকা, আন্তর্জাতিক রবীন্দ্র পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী( যুক্তরাজ্য), নজরুল পরিষদ, বেতার বাংলা, সিতার ফিউশন, পুনশ্চ, বিশ্ব সাহিত্য কেন্দ্র, উদীচী স্কুল অব পারফর্মিং আর্ট, নিয়ম, তাল তরঙ্গ, স্বপ্নিল, নবরাগ মিউজিক একাডেমী, সুরালয়, কালচারাল লিঙ্ক, ও আনন্দলোক এ আয়োজনে অংশ গ্রহন করে।

সংগঠনগুলোর শিল্পীদের পরিবেশিত সাম্য ও প্রেমের কবি নজরুল ইসলামের গান, কবিতা আবৃত্তি, গানের সাথে নৃত্য দর্শকদের মুগ্ধ করেছে।

উল্লেখ্য, মননশীল সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে প্রতি বছর  রবীন্দ্র ও নজরুল জয়ন্তী পালনের উদ্দেশ্যে গত বছর গঠন হয়েছিল  ‘ রবীন্দ্র- নজরুল জয়ন্তী পর্ষদ, ইউকে’।

আমাদের পাঠকদের জন্য অনুষ্ঠানের অংশ বিশেষ ৩ টি ভিডিও নীচে যুক্ত করা হলোঃ

ভিডিও ১ঃ নজরুলের গানের সাথে দলীয় নৃত্য

ভিডিও ২ঃ নজরুলের কবিতা বিদ্রোহের আবৃত্তি ( অংশ বিশেষ) 

ভিডিও ১ঃ নজরুলের গানের সাথে একক নৃত্য

 

 

Related posts