April 25, 2019

লন্ডনে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল

শিহাবুজ্জামান কামালঃ এনএইচএস এর বিভিন্ন ফান্ড বন্ধ এবং জুনিয়র ডাক্তারদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষে বৃহস্পতিবার ১০ মার্চ বিকেল পাঁচটায় পূর্ব লন্ডনের ‘রয়েল লন্ডন হসপিটাল’ থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়।

এতে জুনিয়ার ডাক্তারসহ অন্যান্য  সংগঠনের শত শত নেতা কর্মীরা মিছিলে যোগ দেন। এই সময় তাঁরা ‘ সেইভ এনএইচএস, নট কাট জুনিয়র ডাক্তার’সহ তাঁদের দাবি দাওয়া আদায়ে জন্য বিভিন্ন ব্যানার ও প্লেকার্ড হাতে নিয়ে শ্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য ইংল্যান্ডে প্রায় ৫৩ হাজার জুনিয়র ডাক্তার রয়েছেন। যারা প্রতি সপ্তাহে এনএইচএসের বিভিন্ন হসপিটালে প্রায় ৪ মিলিয়ন রোগীদেরকে নানা ভাবে সেবা দিয়ে থাকেন। প্রতিবাদ মিছিলটি হোয়াইট চ্যাপেল হাই স্ট্রীট হয়ে সেন্টপল স্টেশনে গিয়ে শেষ হয়।

সংবাদ প্রতিবেদকঃ শিহাবুজ্জামান কামাল। লন্ডন।

Related posts