April 22, 2019

লঞ্চে ঘরমুখো মানুষের ভিড়

এ কে আজাদ,
চাঁদপুর প্রতিনিধিঃ   
চাঁদপুর লঞ্চ ও ট্রেনে প্রিয়জনদের সাথে ঈদ করতে লঞ্চ ও ট্রেনে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। ৯ দিনের একটানা ছুটি পেয়ে এখনও মানুষ ঘরমুখী। চাঁদপুর শহরের মাদ্রাসা রোড বিকল্প লঞ্চ ঘট, রেল স্টেশন ও বাস স্টেশনে ৩০জুন থেকে গত ৩দিন যাবৎ ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড় দেখা গেছে। চাঁদপুরসহ পাশের লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার হাজার হাজার মানুষ নিরাপদ ভ্রমন হিসেবে চাঁদপুর-ঢাকা নৌ-পথে বেশী যাতায়াত করছে।

চট্টগ্রাম থেকে ট্রেনে চাঁদপুর হয়ে বরিশাল, খুলনা, ভোলা, ঝালকাঠিসহ দক্ষিণা লঞ্চের মানুষ যাতায়াত করায় ট্রেনের ছাদে করে প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য বাড়ি ফিরছে। লঞ্চ ঘাটে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রায় প্রতিটি লঞ্চই নিয়ম উপেক্ষা করে ছাদ বোঝাই করে যাত্রী নিয়ে ঘাটে ভীড়ছে। ঢাকা থেকে আসা যাত্রী রায়পুরের হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলার রতন চৌধুরী জানান, লঞ্চে আরামে ভ্রমন হলেও চাঁদপুর থেকে সিএনজি অটোরিক্সার ভাড়া কয়েকগুণ বেশের চাঁদপুর থেকে রায়পুর পূর্বে ভাড়া ৫০ টাকা থাকলেও এখন ঈদ উপলক্ষ্যে ২শ’ ৫০ টাকা।

ফরিদগঙ্গেরর ভাড়া ৩০টাকার পরিবর্তে ১শ’ টাকা। চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. মোস্তাফিজ জানান, ঈদ উপলক্ষ্যে প্রশাসনের সমন্বিত কমিটির সদস্যদের মাধ্যমে যাত্রী সেবায় কাজ করা হচ্ছে। পুলিশ, নৌ-পুলিশ, কোস্টগার্ড, স্কাউটস্ সদস্যরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেবা দিয়ে যাচ্ছে।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি ৩ জুন ২০১৬

Related posts