April 24, 2019

রোহিঙ্গায় গণহত্যার প্রতিবাদে লামাকাজীতে বর্ণমালা শিক্ষা উন্নয়ন সংস্থার বিক্ষোভ

111-1মো. আবুল কাশেম, বিশ্বনাথ :: মিয়ানমারের আরকানে রোহিঙ্গা মুসলমানদের উপর অমানবিক নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বিশ্বনাথ উপজেলার লামাকাজী বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বর্ণমালা শিক্ষা উন্নয়ন সংস্থা লামাকাজী।

১৫ সেপ্টেম্বর শুক্রুবার বাদ জুম’আ লামাকাজী বাজারস্থ কাজীরগাঁও জামে মসজিদের সামন থেকে মিছিলটি শুরু হয়ে এম.এ খান সেতু হয়ে লামাকাজী বাজারে এস সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল শেষে বর্ণমালা শিক্ষা উন্নয়ন সংস্থা এর সভাপতি আকমল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এ সোহাগের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া দারুল উলূম লামাকাজী মাদরাসার মুহতামিম মুফতি মঈনুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ শাহনূর হোসাইন, লামাকাজী ৭নং ওয়ার্ডের মেম্বার এনামুল হক এনাম, মাওলানা মোঃ ইয়াহইয়া, মাওলানা আবু বকর ।

সমাবেশে বক্তারা বলেন, মায়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের উপর নির্যাতন ও গণহত্যা মানবতা পরিপন্থী। নারী,পুরুষ, বৃদ্ধ এমনকি অবুঝ শিশুদেরকেও গলা টিপে হত্যা করছে। আশ্চর্যকর হলেও সত্য আজ মুসলিম বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ অনেকটি দেশ নিশ্চুপ, নিশ্চুপ মানবতা নামধারী সংগঠন জাতিসংঘ, ওআইসি, সার্ক। সময় এসেছে নিজেদের অবস্থান ঠিক করে মুসলিম বিশ্বের প্রতিটি দেশ রোহিঙ্গা মুসলমানসহ বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা। বক্তারা আরো বলেন, রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশে আশ্রয় এবং পর্যাপ্ত ত্রাণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের জন্য বাংলাদেশ সরকার, বিভিন্ন রাজনৈতিক, ইসলামিক, সামাজিক সংগঠনগুলোকে অভিনন্দন জানানো হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুতাহির আলী, মাওলানা ফারুক আহমদ, মাওলানা আবু জোহর, লামাকাজী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহির উদ্দিন, সিরাজুল ইসলাম সিরাজ, লামাকাজী সোস্যাল ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি মাহমুদ আলমগীর, আসাস সোস্যাল ওয়েলফেয়ার ইয়ুথ সোসাইটি’র সহ সভাপতি মারজানুল ইমন, এস আই রাহেল, তরুণ সংগঠক দুলাল আহমদ, খলিলুর রহমান, মুস্তাক আহমদ রুবেল, বর্ণমালা শিক্ষা উন্নয়ন সংস্থা’র সহ সভাপতি ইকবাল হোসাইন, সহ সাধারণ সম্পাদক হশারত আলী, সহ-সাংগঠনিক ফয়ছল হাছান, সদস্য রুমন আহমদ, সজিব, আজিজ, সেবুল, জসিম উদ্দিন মুরাদ, বদরুল গনী, মাহমুদ নুর, রুবেল, জাবেদ আহমদ, সাবেল আহমদসহ লামাকাজী ইউপি’র সর্বস্তরের মুসলমানবৃন্দ।

Related posts