April 21, 2019

রোনালদোর হ্যাটট্রিকে প্যান্ট ছিঁড়ল জিদানের!

স্পোর্টস ডেস্কঃ  উলফসবুগের বিপক্ষে ম্যাচের শেষ মুহুর্তে রোনালদোর অবিশ্বাস্য হ্যাটট্রিক! যার সৌজন্যেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।

গোল উদযাপনে ডাগ-আউটে লাফিয়ে উঠেন কোচ জিনেদিন জিদান। আর তখনই এক বিব্রতকর পরিস্থিতি! উলফসবুর্গের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার উল্লাসে লাফাতেই প্যান্ট ছিঁড়ে গেল জিনেদিন জিদানের!

তবে প্রথমে জিদানের এই দৃশ্য চোখে পড়েনি কারও। কারণ তখন মাঠে বেল-রোনালদোদের গোল উদযাপন নিয়েই যে ব্যস্ত সকলেই। পরবর্তীতে অবশ্য ক্যামেরায় ধরা পড়ে জিদানের প্যান্ট ছিঁড়ে যাওয়ার দৃশ্যটি।

সূত্র : ডেইলি মেইল

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/১৩ এপ্রিল ২০১৬/রিপন ডেরি

Related posts