February 20, 2019

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে নর্থ-সাউথ ইউনিভার্সিটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম এ কাসেমের নেতৃত্বে প্রতিনিধি দল বৃহস্পতিবার বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো.জয়নাল আবেদীন।

তিনি সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক এক্সচেঞ্জ কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে বলেও রাষ্ট্রপতিকে জানানো হয়।

প্রতিনিধি দল এ সময় বিশ্ববিদ্যালয়টির ১৯তম সমাবর্তনে যোগ দেয়ার জন্য আচার্য আবদুল হামিদকে আমন্ত্রণ জানান।

বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের জন্য আবাসিক হল নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে বলেও রাষ্ট্রপতিকে জানায় প্রতিনিধি দল।

প্রেস সচিব বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি এ সময় গবেষণাধর্মী শিক্ষা কার্যক্রমের ওপর জোর দেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

দি গ্লোবাল নিউজ ২৪ডট কম/মেহেদি/ডেরি

Related posts