April 23, 2019

রানা প্লাজা ধসে জীবিতদের ৫৯ শতাংশ মানসিকভাবে অসুস্থ

রানা প্লাজা ধসের তিন বছর পরও মানসিকভাবে অসুস্থ আক্রান্তদের শ্রমিককদের ৫৯ ভাগ। ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়াদের মধ্যে মানসিকভাবে পুরোপুরি সুস্থ হতে পেরেছেন মাত্র ৪ দশমিক ৩ ভাগ শ্রমিক।

রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা-একশনএইডের এক গবেষণা প্রতিবেদন এসব তথ্য তুলে ধরা হয়েছে।

যারা ওই দুর্ঘটনায় বেঁচে গিয়েছিলেন এমন ১৩০০ আর নিহত ৫০০ শ্রমিকের পরিবারের সদস্যদের ওপর জরিপ চালায় সংস্থাটি। এতে দেখা যায়, ওই ভবনে কর্মরত শ্রমিকদের ৪৮ ভাগ এখনও বেকার।

আর যারা বিভিন্ন ধরনের কাজ করছেন তাদের ৭৬ ভাগের আয় তৈরি পোশাক শিল্পের ন্যূনতম মজুরির চেয়েও কম। তবে শারীরিক ও মানসিক দুই দিক দিয়েই অসুস্থ শ্রমিকের সংখ্যা প্রতিবছর কমছে। সেই সঙ্গে বাড়ছে তাদের আয়ের পরিমাণও।

অনুষ্ঠানে দুজন আহত শ্রমিক গত তিন বছরে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ সময় কোন মানদণ্ডে কে, কী পরিমাণ ক্ষতিপূরণ পেয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন আলোচকরা।

Related posts