November 17, 2018

রাতে মাঠে নামছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ

Captureস্পোর্টস ডেস্ক::পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। পোর্ট অব স্পেনে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভারতের লড়াই শুরু হবে কোচকে ছাড়াই। হঠাৎ করে কুম্বলে সরে যাওয়ায় ভারত এখন কোচবিহীন। প্রায় এক বছর আগে এই ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে কোচ হিসেবে নিজের পথচলা শুরু করেছিলেন কুম্বলে।

কোহলি ও ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারই এখন দলকে সামলাবেন। বির্তককে পেছনে ফেলে নতুনভাবে শুরুর ইঙ্গিত দিলেন বাঙ্গার, ‘মাঠের বাইরে কি হয়েছে, সেগুলো আমাদের চিন্তার মধ্যে নেই’। আমাদের কাজ ক্রিকেট খেলা এবং ভালো ফল করা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই লক্ষ্য নিয়ে আমরা সিরিজ শুরু করবো। মাঠের দায়িত্বটা ভালোভাবে পালন করতে সবাইকে অনুরোধ করেছি।

এদিকে সময়টা ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। ২০১৪ সালে আগস্টে সর্বশেষ ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নিয়েছিলো ক্যারিবীয়রা। এরপর থেকে ছয়টি দ্বিপক্ষীয় সিরিজের সবক’টিই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

এছাড়া সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজও ১-১ সমতায় শেষ করেছে ক্যারিবিয়রা।

ব্যর্থতাকে ভুলে যাওয়ার তাগিদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার বলেন, ‘ভারত অনেক বেশি শক্তিশালী দল। তারপরও তাদের হারানো সম্ভব। তবে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। দল হিসেবে খেলতে পারলে ভালো ফল সম্ভব। আমরা ভারতের বিপক্ষে বিশেষ কিছু পরিকল্পনা নিয়ে খেলতে নামবো।

Related posts