April 22, 2019

রাজাপুরে আ’লীগ নেতাকে হত্যার হুমকি!

769
মোঃ আঃ রহিম রেজা,ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠির রাজাপুরের শুক্তগড় ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বাবুল তালুদারকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি গত ৪ জানুয়ারি রাজাপুর থানায় সাধারন জিডি (নং-১২৫) করেছেন। জিডি ও অভিযোগ সূত্রে জানা গেছে, একই এলাকার ক্বারী মোঃ তবিবুল্লাহ এর জামাতা চর শুক্তাগড় গ্রামের মৃত আঃ রব মোল্লার ছেলে হাফেজ মোঃ এনামুল হক বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার স্ত্রীকে মারধরসহ বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। এমনকি শশুর ক্বারী মোঃ তবিবুল্লাহকেও বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। এনামূল স্ত্রীকে নিয়ে বর্তমানে চট্রগ্রামে বসবাস করছে। এর সমাধানের জন্য তবিবুল্লাহ বাবুল তালুকদারের কাছে গেলে বাবুল এনামুলের কাছে ফোনে বিষয়টি জানতে চায়। পরে এনামুল তার ফোন (০১৮৩৪২২৪৯৫৬) থেকে শশুর তবিবুল্লাহর ফোনে (০১৭২৩১৭৭৯৬০) কল দিয়ে হুমকি দিয়ে বাবুলের কাছে মোবাইল দিতে বলে।

বাবুলকে ফোনে দেখে নেয়াসহ বিভিন্নরকম হুমকি ও জীবনে শেষ কওে দেয়ার হুমকি দেয়। বাবুল তালুকদার অভিযোগ করেন, এনামুল হকের ইন্দনে মেহেন্দিগঞ্জ গ্রামের চর মিঠুয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে দেলোয়ার মৌলভি ও শুক্তাগড় গ্রামের আনসার খানের ছেলে জামায়াত কর্মী কবির হোসেন বিভিন্নভাবে বর্তমানে হুমকি দিয়ে আসছে। বাবুল তালুদার অভিযোগ করেন, দেলোয়ার মৌলভি বিরুদ্ধে জঙ্গী সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে গিয়ে জঙ্গী প্রশিক্ষণও গ্রহন করেছে বলেও অভিযোগ করেন। এদিকে এসব ঘটনার প্রতিবাদ করায় এবং মসজিদ থেকে বাদ দিয়ে দেওয়ায় শুক্তাগড়ের জাফর আলীর ছেলে প্রবাসী আজাদকেও বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। তবে অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় একটি মহল তাদের হয়রানি করছে। বর্তমানে বাবুল ও আজাদ এবং তাদের পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts