September 23, 2018

রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ১৩

aঢাকা::রাঙামাটিতে দুদিনের টানা বর্ষণে পাহাড় ধসে ১৩ নিহত হয়েছে। এর মধ্যে নয়জনের মৃতদেহ রাঙামাটি সদর হাসপাতালে আনা হয়েছে।

কাপ্তাই উপজেলায় তিনজন ও কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে একজন পাহাড়ধসে মারা গেছেন। তবে মৃত ব্যক্তিদের পরিচয়ের ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড়ধসে মৃত্যুর ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজন জানান।

রাঙামাটি সদর হাসপাতালের সিভিল সার্জন শহীদ তালুকদার আজ বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে পাহাড়ধসে মারা যাওয়া নয়জনকে হাসপাতালে আনা হয়েছে।

কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ নুর জানান, কাপ্তাই উপজেলায় পাহাড়ধসে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Related posts