December 15, 2018

রহস্যময় যত জাহাজ !

সমুদ্র মানেই অভিযানের গল্প। সাগরের বুকে কতশত কাহিনিই না কালে কালে তৈরি হয়েছে। সেগুলোর কোনোটি বিজয়ের আবার কেনোটি হারানোর। সাধরণ সেসব কাহিনির পাশাপাশি সমুদ্রকে ঘিরে রহস্যময় ঘটনার সংখ্যাও কিন্তু কম নয়। এই প্রতিবেদনে এমন কিছু রহস্যজনক ঘটনার কাহিনি তুলে ধরা হচ্ছে যেগুলোতে উঠে এসেছে সমুদ্র ও সমুদ্রে ভাসমান অদ্ভূত কিছু জাহজের গল্প।

পৃথিবীতে এমন কিছু জাহাজের কথা জানা যায় যেগুলোকে ঘিরে রয়েছে অসংখ্য রহস্য। এর কোনো কোনোটিকে আবার ভূতুড়ে হিসেবেও চিহ্নিত করা হয়েছে। আসুন জেনে নিন এমনই ভূতুড়ে আর রহস্যভরা কিছু জাহাজ সম্পর্কে।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/মেহেদি/ডেরি

Related posts