November 20, 2018

রংপুরে বাস উল্টে নারীসহ নিহত-৩

04-3-300x200

রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে বাস উল্টে দুই নারীসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আহদের মধ্যে ২৫ জনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫ টায় রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জ ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে রূপসী পরিবহন নামের ঢাকাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

রংপুর ফায়ার সার্ভিস জানায়, রূপসী পরিবহন নামের ঢাকাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আরও একজন মারা যান।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানান, আহতদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

Related posts