April 26, 2019

যৌনপল্লীতে গেলেন জোভান, তামিম ও জাকি!

Polli

টানা তিনদিন ধরে দৌলতদিয়া যৌনপল্লীতে আটক পড়ে আছেন জোভান, তামিম মৃধা ও জাকি। বাস ধর্মঘটের কারণে গত মঙ্গলবার থেকে গোয়ালন্দে আটকা পড়েন তারা।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তপু খানের পরিচালনায় নির্মিত হচ্ছে নাটক ‘অ্যাডমিশন টেস্ট’। এই নাটকের শুটিং চলছে গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে। সেখানেই তিনদিন ধরে আটকে থাকার এ দৃশ্য উঠে এসেছে।

নাটকের গল্পে দেখা যাবে তিন যুবক ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য রওনা হন। কিন্তু দৌলতদিয়া ঘাটে পৌঁছে বাস ধর্ঘঘটে আটকে যান। পরে সেখানের এক হোটেলে অবস্থান শুরু করেন। যেহেতু পাশেই ‘যৌনপল্লী’ সেহেতু অভিজ্ঞতা নেওয়ার জন্য তারা যান সেখানে। আর একের পর এক ঘটনা ঘটতে থাকে… এভাবেই এগিয়ে যায় নাটকের ঘটনা।

অভিনেতা ফারহান আহমেদ জোভান নিজেই ফেসবুকে শুটিংয়ের অভিজ্ঞতার কথা ভক্তদের জানিয়ে দিয়েছেন। ৭ পর্বের ক্যাম্পেইনের নাটক ‘অ্যাডমিশন টেস্ট’ আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে। নাটকে রীনা খান, মুমতাহিমা চৌধুরী টয়াসহ আরও অনেকে অভিনয় করছেন।

Related posts