February 23, 2019

যে লোভে পাকিস্তান ছেড়ে ভারতে আদনান সামি

শুধু ভারতীয় খাবারের লোভেই নাকি নিজের দেশ পাকিস্তান ছেড়ে ভারতে থেকে গেছেন অন্যতম জনপ্রিয় গায়ক আদনান সামি।

সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, কিছুদিন আগেই ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন আদনান সামি। ভারতীয় নাগরিকত্ব পেয়ে খুশি তিনি।

তার পরেই তিনি সাংবাদিকদের কাছে পাকিস্তান ছেড়ে ভারতে থাকতে চাওয়ার মূল কারণ ব্যাখ্যা করেন।

সাংবাদিকদের আদনান সামি জানান, যেসব কারণে তিনি ভারতকে ভালোবাসেন, তার মধ্যে অন্যতম হলো ভারতের খাবার। ভারতীয় খাবার ছেড়ে তিনি বিশ্বের অন্য কোনো দেশে থাকতে একেবারেই নারাজ। আর এই ভারতীয় খাবারের লোভেই নাকি তিনি ভারতের নাগরিকত্ব চেয়েছিলেন।

ভারতীয় খাবারের প্রতি তীব্র আকর্ষণ থাকলেও নিজের স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন তিনি। বর্তমানে বিশাল ওজন কমিয়ে অনেকটাই নাকি স্লিম হয়েছেন তিনি। তাই বলে নিজের পছন্দের ভারতীয় খাবার-দাবারের ক্ষেত্রে যে একেবারেই সবকিছু ছেড়ে দিয়েছেন, এমনটা নয়।

পছন্দের খাবার খেতে এখনো ভালোবাসেন আদনান সামি। তবে এখন একটু সামলে খাওয়া-দাওয়া করছেন।

মূলত পাকিস্তানি বংশোদ্ভূত হলেও আদনান সামির বেড়ে ওঠা সুদূর ইংল্যান্ডে। পরবর্তীকালে তিনি ইংল্যান্ড থেকে ফিরে যান পাকিস্তানে। সেখানে গিয়ে পাকিস্তানি অভিনেত্রী জেবা বখতিয়ারকে বিয়ে করেন। বিয়ের পর ভারতে চলে আসেন তিনি। একসময় জেবার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে তাঁর।

Related posts