February 24, 2019

যে প্রশ্নগুলোর সত্যিই কোনো উত্তর হয় না

প্রশ্ন

কিছু প্রশ্ন আছে, আসলেই যেগুলোর কোনো উত্তর হয় না। প্রশ্ন জিনিসটা খুব কঠিন। তবে কিছু প্রশ্নের উত্তর শুধু কঠিনই নয়, জুতসই কোনো উত্তরও নেই। আসুন দেখে নিই, কি সেই প্রশ্নগুলো। উত্তর জানা থাকলে অবশ্যই জানাবেন।

প্রশ্ন নং ১. সাঁতার যদি খুব ভালো ব্যায়াম হয়, তাহলে নীলতিমি এত মোটা কেনো?
প্রশ্ন নং ২. কপিরাইট চিহ্নটার কপিরাইট কার?
প্রশ্ন নং ৩. সবাই যদি স্বর্গে যেতে চায়, তাহলে কেউই মরতে চায় না কেনো?
প্রশ্ন নং ৪. পিত্জা আকারে গোল, তাহলে ওগুলো চারকোণা বক্সে আসে কেনো?
প্রশ্ন নং ৫. মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় শাট আপ, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে শাট ডাউন’ কেনো?
প্রশ্ন নং ৬. যদি একজন শিক্ষক সব বিষয়ে পড়াতে না পারেন, তাহলে একজন ছাত্র অথবা ছাত্রী কী করে সব বিষয়ে পড়তে পারে?
প্রশ্ন নং ৭. আলোর গতি আমাদের জানা আছে, অন্ধকারের গতি জানা নেই কেনো?

Related posts