September 20, 2018

যুক্ত হলো প্রত্যয় ও স্বাধীনতা

View post on imgur.com

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে চীনের তৈরি দুটি করভেট ক্লাসের মিসাইল ফ্রিগেট যুদ্ধজাহাজ। ‘প্রত্যয়’ ও ‘স্বাধীনতা’ নামে ওই দুটি জাহাজ রোববার চট্টগ্রামের নেভাল জেটিতে এসে পৌঁছেছে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আখতার হাবীবসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

২০১২ সালে চীনের জাহাজ প্রস’তকারী প্রতিষ্ঠান চায়না শিপবিল্ডিং কোম্পানির সঙ্গে জাহাজ দুটির জন্য চুক্তি হয়। এগুলোর নির্মাণ কাজ শুরু হয় ২০১৩ সালের ৭ জানুয়ারি। তিন বছর পর তা বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে চীনা কর্তৃপক্ষ।

জাহাজ দুটির প্রকল্প কর্মকর্তা কমোডর একেএম ফারুক হাসান নিরাপদ নিউজকে জানান, চীনের তৈরি করভেট ক্লাসের জাহাজ যুদ্ধকালীন ছাড়াও সাধারণ সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাহাজ দুটি আধুনিক ক্ষমতাসম্পন্ন বিধ্বংসী কামান, মিসাইল ও সাগরের তলদেশে সাবমেরিনে টার্গেট করতে সক্ষম।

জাহাজ দুটি ৯০ মিটার দীর্ঘ ও ১১ দশমিক ৪ মিটার প্রস্থ এবং সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/মেহেদি/ডেরি

Related posts