November 20, 2018

যমজ ছেলের বাবা হলেন রোনান্ডো

Captureস্পোর্টস ডেস্ক::

যমজ ছেলের বাবা হয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চিলির কাছে কনফেডারেশন্স কাপের সেমি-ফাইনালে হারের কয়েক ঘণ্টা পর নিজেই এই ঘোষণা দিয়েছেন এ ফুটবল সুপারস্টার।

বুধবার চিলির কাছে টাইব্রেকারে ৩-০ গোলে হেরে যায় পর্তুগাল। হতাশার মধ্যেই ফেইসবুকে খুশির খবরটি দিলেন রোনাল্ডো। সন্তানদের পাশে থাকতে আগামী রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবেন না রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।

সারোগেট মায়ের মাধ্যমে এই যমজ ছেলে হলো রোনাল্ডোর। তার আগের সন্তানের মায়ের নামও জানা যায়নি।

রোনালদোর প্রথম ছেলে ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়রের এই মাসে সাত বছর হয়েছে।

রোনাল্ডোর পরিবার আরও বড় হতে পারে কয়েক মাস পর। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তার বান্ধবী জর্জিনা রদ্রিগেস পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

Related posts