March 23, 2019

ময়মনসিংহ বিভাগের সাথে যুক্ত হতে যাচ্ছে রৌমারী ও রাজিবপুর!

মোঃ আজিজুর রহমান ভূঞা
বাবুল, ময়মনসিংহ ব্যুরোঃ
ময়মনসিংহ বিভাগের সাথে যুক্ত হতে যাচ্ছে কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুর উপজেলা।

ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুর উপজেলাকে ময়মনসিংহ বিভাগের সাথে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে বুধবার (২৪ আগস্ট) রাজিবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জি.এম.সালেহ উদ্দিন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম -৪ আসনের জাতীয় সংসদ সদস্য রুহুল আমীন,ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন (পিপিএম),জামালপুর জেলা প্রশাসক মোঃ শাহাব উদ্দিন খাঁন, শেরপুর জেলা প্রশাসক পারভেজ রহিম, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান বঙ্গভাষী,রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম, বাংলাদেশ আওয়ামীলীগ রাজিবপুর উপজেলা শাখার সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদ রাজিবপুর উপজেলা কমান্ডের কমান্ডার মোঃ আব্দুল হাই।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts