April 22, 2019

ময়মনসিংহে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

484

গোলাম রাসেল,ময়মনসিংহ প্রতিনিধিঃ  ময়মনসিংহে ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে তিনদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করে জেলা প্রশাসন।

বুধবার সকালে ময়মনসিংহ জিলা স্কুল মাঠে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনন করেন প্রধান অতিথি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়।

মেলার উদ্ভোধন শেষে আলোচনা সভায়  প্রধান অতিথি বলেন,নতুন প্রজন্মসহ সকলকে বিজ্ঞানমনস্ক করার লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগে একটি করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর প্রতিষ্ঠা করে বিজ্ঞান ও প্রযুক্তির আরো চর্চার উন্নতি করতে পারলে দেশও আরো উন্নতি লাভ করবে। আগামীতে উপজেলা পর্যায়েও এই মেলার আয়োজন করা হবে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে মহাপরিচালক ড. মোঃ শমসের আলী, পৌর মেয়র ইকরামুল হক টিটু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)শারমিন জাহান, সহকারী পুলিশ সুপার ফাল্গুনী নন্দী ও জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ ফারুকী।

বিজ্ঞান মেলায় জেলার ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৭৬টি ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীদের উদ্ভাবিত স্টল অংশ নেয়।

আগামী ২৯ জানুয়ারী সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts