মোঃ আজিজুর রহমান ভূঞা
বাবুল, ময়মনসিংহ ব্যুরোঃ
মযমনসিংহের ধোবাউড়ায় বিদ্যুতের তার দিয়ে স্বাসরোধ করে ও খুঁচিয়ে গৃহবধূ জেসমিন (২৩) কে হত্যার পর স্বামী ও শ্বাশুড়ি পালিয়ে গেছে।
শুক্রবার (১২ আগষ্ট) রাতে উপজেলা সদরের কুঠের দীঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে স্বামী ও শ্বাশুড়িসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।
এলাকাবাসি জানায়, প্রায় এক বছর আগে কাশিনাথপুর গ্রামের আব্দুল মজিদের মেয়ে জেসমিনের সাথে পাশ^বর্তী কুঠেরদীঘিরপাড় গ্রামের জালাল ছৌকিদারের ছেলে বছির উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে জেসমিনকে স্বামী, শ্বাশুড়িসহ বাড়ির লোকজন মারধর করে আসছে।
শুক্রবার রাতে বিদ্যুতের তার দিয়ে গলায় স্বাসরোধ করে ও খুঁচিয়ে গৃহবধূ জেসমিনকে হত্যার পর স্বামী ও শ্বাশুড়ি পালিয়ে যায়। পরে সকালবেলা লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়।
দুপুরের দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ধোবাউড়া থানার এস আই রুবেল জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্টে স্বাসরোধ করে হত্যার মত মনে হয়। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে বিষয়টি পরিস্কার হয়ে যাবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।