November 19, 2018

ময়মনসিংহের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর গণের শপথ

483
গোলাম রাসেল,ময়মনসিংহ প্রতিনিধিঃ  দেশের নবগঠিত অষ্টম বিভাগ ময়মনসিংহের ৯টি পৌরসভার থেকে নবনির্বাচিত মেয়র,মহিলা ও সাধারণ কাউন্সিলরগণের শপথ-পাঠ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ময়মনসিংহ জেলা পরিষদে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে   বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দীন ৯টি পৌরসভার নির্বাচিত মেয়র,মহিলা ও সাধারণ কাউন্সিলরগণের শপথ-বাক্য পাঠ করান।
482
শপথ গ্রহণ শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর,বিজিবি সেক্টর কমান্ড কর্ণেল শাহরিয়া রশিদ,স্থানীয় সরকারের উপ-পরিচালক নূরল হক,ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু।

ময়মনসিংহের ফুলবাড়িয়া, মুক্তাগাছা,গফরগাঁও,নান্দাইল,ঈশ্বরগঞ্জ,গৌরিপুর,ভালুকা,ত্রিশাল,ফুলপুর পৌরসভার ৯জন মেয়র সহ ১০৮ জন কাউন্সিলর শপথ গ্রহণ করেন।

গত বছর ৩০ ডিসেম্বর ময়মনসিংহে ৯টি  পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts