April 20, 2019

মেয়ে বিয়ে করায় মা’কে হত্যা করল বাবা!

নিউজ ডেস্কঃ  নাবালিকা মেয়ে প্রেম করে বিয়ে করায় মা’কে পিটিয়ে হত্যা করেছে বাবা। নিহতের তুহিন বেগম (৩৫)।

নিহত তুহিন বেগম একই এলাকার স্বর্ণ শ্রমিক আব্দুল গফুরের স্ত্রী।

সোমবার রাতে বগুড়া শহরের দক্ষিণ বৃন্দাবনপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে আব্দুল গফুর পলাতক রয়েছে।

স্থানীয়রা জানান, আব্দুল গফুরের নাবালিকা মেয়ে তিন্নি খাতুন সম্প্রতি প্রেম করে বিয়ে করে। মেয়ের বিয়ে নিয়ে আব্দুল গফুর তার স্ত্রী তুহিন বেগমকে দোষারোপ করছিলেন। সোমবার রাত ১১টার দিকে মেয়ের বিয়ে নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়।

একপর্যায়ে তুহিন বেগমকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরে ফেলে রেখে স্বামী আব্দুল গফুর পালিয়ে যায়।

পুলিশ মঙ্গলবার সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

লাশ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গছে, পারিবারিক কলহের জের ধরে আব্দুল গফুর তার স্ত্রী তুহিন বেগমকে পিটিয়ে হত্যা করেছে।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/১৯ এপ্রিল ২০১৬/রিপন ডেরি

Related posts