March 24, 2019

মেসির হানিমুনে সুয়ারেজ!

Captureস্পোর্টস ডেস্ক::

ছোটবেলার বান্ধবী অ্যান্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ের পর ক্যারিবিয়ান দ্বিপপুঞ্জে একান্তে সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। সাথে আছেন দুই পুত্র থিয়াগো ও মাতিও। সেখানে আকস্মিক পরিবার নিয়ে হাজির হয়েছেন তার বার্সেলোনা সতীর্থ সুয়ারেজ।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সুয়ারেজের পরিবারের সাথে একটি ছবি পোস্ট করে মেসি লিখেন, ‘সারপ্রাইজ ভিজিট’।

বলে রাখা ভালো, অ্যান্তোনেল্লার সাথে সুয়ারেজের স্ত্রী সোফিয়া বালবির সম্পর্ক খুব ভালো। দু’জনে বার্সেলোনায় বিলাসবহুল ডিজাইনার জুতোর ব্যবসা করেন।

Related posts