April 20, 2019

মেসির পুত্রের পিতা রামোস!

স্পোর্টস ডেস্কঃ লিওনেল মেসি দ্বিতীয় পুত্রের পিতা হয়েছেন গত বছর নভেম্বরে। মেসি-আনতোনেল্লা রোকুজ্জো দম্পতির পুত্রের নাম ম্যাতিও মেসি। কিন্তু মেসির পুত্রকে নিজের পুত্র বলে চালিয়ে দিলেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার সার্জিও রামোস। নববর্ষ উপলক্ষে নিজের টুইটার অ্যাকাউন্টে ভক্তদের শুভেচ্ছা জানান রামোস। সেখানে তিনি একটি ছবি পোস্ট করেন। ছবিতে ২০১৫ সালের রামোসের বিভিন্ন স্মরণীয় মুহূর্তের বেশ কয়েকটি ছবি এক করেছেন। সতীর্থদের সঙ্গে উল্লাস, নিজ স্ত্রী-পুত্র ও রিয়াল মাদ্রিদের শিরোপার সামনে তোলা ছবিগুলো দিয়ে তিনি সেটা সাজান। কিন্তু ছবিসমগ্রর মাঝের ছবিটা সবাইকে অবাক করে দেয়। গত নভেম্বরে বার্সেলোনার স্ট্রাইকার লিওনেল মেসির পুত্র ম্যাতিও জন্মগ্রহণের কয়েক ঘণ্টা পর তার মাতা আনতোনেল্লার হাতের আঙুল ধরা ম্যাতিওর একটি ছবি তোলেন।

পরে মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন ওই ছবি। আর সেই ছবিটিই দেখা গেলো রামোসের ছবির মাঝখানে। টুইটারে এমন ছবি দেয়ার পর অনুসারীরা অবাক হন। কারণ, ওটা যে মেসিপুত্রের ছবি সেটা সবার জানা ছিল। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় গুঞ্জন। অনেকে মনে করেন, রামোস মজা করে এমনটা করেছেন। আবার অনেকে ধরে নেন তিনি ভুল করেছেন।

তবে ‘মেসির পুত্র কি তাহলে নিজের বলে দাবি করছেন রামোস?’ -এ প্রশ্নই সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে। তবে এ ছবি পোস্ট করার ঘণ্টা খানেক পর নিজের ভুল বুঝতে পারেন রামোস। সঙ্গে সঙ্গে তিনি মেসির পুত্র-স্ত্রীর হাতের ছবি সরিয়ে ফেলেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। এতে অনেকেই মনে করছেন, টুইটার অ্যাকাউন্ট রামোস নিজে পরিচালনা করেন না।মাজ

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts