February 24, 2019

মেডিকেল চেকআপ করানো হলো সালাউদ্দিন কাদের-মুজাহিদের

ঢাকা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার রাতে দু’জন কারা চিকিৎসক তাদের মেডিকেল চেকআপ সম্পন্ন করেন।
মেডিকেল চেকআপে অংশ নেওয়া ডা. বিপ্লব কান্তি বিশ্বাস গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা রাতে সালাউদ্দিন কাদের ও মুজাহিদের মেডিকেল চেকআপ করেছি। উনারা সুস্থ আছেন। তাদের শারীরিক কোনো সমস্যা নেই।’
তার সঙ্গে ডা. হাবিব নামে আরও একজন কারা চিকিৎসক চেকআপে অংশ নেন বলেও জানান বিপ্লব কান্তি বিশ্বাস।

Related posts