February 21, 2019

মুস্তাফিজের বন্দনায় সাঙ্গাকারা

কুমার সাঙ্গাকারা ও মুস্তাফিজুর রহমান

 

২০০৯ সালে বাংলাদেশি কোনো ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা দলে স্থান পেয়েছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের পর আর কোনো বাংলাদেশি ক্রিকেটার মর্যাদার ওই তালিকায় জায়গা পাননি। তবে বছরজুড়ে অসাধারন পারফরম্যান্সের জন্য বিশ্বসেরা তারকাদের সঙ্গে এবার বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন উদিয়মান পেসার মুস্তাফিজুর রহমান। ঘরের মাঠে বাংলাদেশের বেশকটি টানা সিরিজ জয়ে তার পারফরম্যান্স বিবেচনা করেই তাকে এই তালিকায় ঠাঁই দিয়েছে আইসিসি।

জাতীয় দলের পর এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগেও(বিপিএল)অসাধারণ খেলছেন মুস্তাফিজ। বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলছেন তিনি। যে দলের অধিনায়ক শ্রীলঙ্কান ব্যাটিং মহীরূহ কুমার সাঙ্গাকারা। আইসিসির বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় মুস্তাফিজের ছাড়াও সদ্য অবসর নেওয়া সাঙ্গাকারার নামও রয়েছে। তাই বাংলাদেশি তরুন পেসার মুস্তাফিজের প্রশংসা করে সাঙ্গাকারা বলেন, ‘আইসিসির বর্ষসেরা দলে থাকতে পারাটা অবশ্যই সম্মানের বিষয়। এই দলে মুস্তাফিজও আছে। সে ভালো খেলে দাবিটা জানিয়ে রেখেছিলো। আমি এর মধ্যই অবসর নিয়েছি। তারপরও আইসিসির দলে থাকাটা অবাক হওয়ার মতো বিষয়। গত বছর কিছুটা ভালো খেলেছি বলেই হয়তো এটা হয়েছে। সব মিলিয়ে ভালো লাগছে।’

মুস্তাফিজ বন্দনা করে সাঙ্গাকারা আরো বলেন, ‘ঢাকা ডায়নামাইটসে মুস্তাফিজের সাথে সময়টা উপভোগ করছি। সে খুবই ভালো বোলার। সে এখনো তরুণ। সে হিসেবে যতো খেলবে সে ততোই শিখবে। তার মধ্যে শেখার তাড়না আছে। সে বাংলাদেশের হয়েও ভালো কিছু করবে।’

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts