February 21, 2019

মিষ্টি হাব প্রকল্প নিয়ে তৎপর বর্ধমান প্রশাসন

সুপ্রকাশ চৌধুরীঃ ল্যাংচা হাব বাতিল হওয়ার পর এবার মুখ্যমন্ত্রীর মিষ্টি হাব প্রকল্প নিয়ে তৎপর হল বর্ধমান জেলা প্রশাসন।

মঙ্গলবার BDA-এর উদ্যোগে একটি উচ্চ পর্যায়ের বৈঠক বসে জেলা শাসকের কনফারেন্স হলে। মূলত মিষ্টি হাব প্রকল্পের জমি নিয়েই আলোচনা হয়।

BDA চেয়ারম্যান সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের জমির মালিক, বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, জেলাশাসক সৌমিত্র মোহন, বর্ধমান পুরসভার এম আই সি খোকন দাস প্রমুখ।

রবিরঞ্জনবাবু জানান, মিষ্টির হাব প্রকল্পের জন্য ২০০৫ সালে আলিশা মৌজায় সাড়ে দশ একর জমি অধিগ্রহণ করা হয়।

এরপর সেই প্রকল্প আর গড়ে ওঠেনি। বর্তমান সরকার এই প্রকল্পটি গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে। পাশাপাশি বেসরকারি উদ্যোগও থাকছে।

আমাদের পক্ষ থেকে এই বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। আশা করছি দ্রুত এই প্রকল্প রুপায়িত হবে।

Related posts