November 22, 2018

মা হলেন টিউলিপ সিদ্দিক: যে নাম রাখলেন

হাকিকুল ইসলাম খোকন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক কন্যা সন্তানের মা হয়েছেন। লন্ডনে রয়্যাল ফ্রি হাসপাতালে মেয়ে শিশুর জন্ম দেন তিনি।

শনিবার এক টুইট বার্তায় টিউলিপ নিজেই এ খবর দেন। সন্তান হওয়ার পর এক টুইটে টিউলিপ বলেন, ক্রিস পার্সি এবং আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমাদের কন্যা আজালিয়া জয় পার্সির জন্মের কথা জানাচ্ছি।

টিউলিপ লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের লেবার দলের এমপি। টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ইংল্যান্ডে লন্ডনের মিচ্যাম এলাকায় ১৯৮২ সালের ১৬ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ২০১৩ সালে উইলিয়াম সেন্ট জন পার্সির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

Related posts