February 18, 2019

মা হওয়ার অসাধারণ অনুভূতি শিশিরের

উম্মে আহমেদ শিশির। ছবি: ফেসবুক

সম্ভাব্য তারিখটার আগেই যেন পৃথিবীতে চলে এলো সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের রাজকন্যা। যদিও জন্ম তারিখটা ছিল নভেম্বরের ২১, কিন্তু নভেম্বরের ৯ তারিখে সাকিবের ঘর আলো করে এলো রাজকন্যা।

ছবি: ফেসবুক
মা হওয়ার এই অসাধারণ অনুভূতির কথা প্রকাশ করেছেন শিশির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের আইডিতে লিখেছেন, ‘মা হওয়ার প্রধান শিক্ষা হল নিজের শক্তিমত্তার ব্যাপারে ধারণা পাওয়া, যেটা আদৌ ছিল কি না সেটা আমার কাছে পরিস্কার নয়।’

জানিয়ে রাখা ভাল, দীর্ঘদিনের প্রেমের পর ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শিশিরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে পরিবারের সঙ্গে থাকতেন উম্মে আহমেদ শিশির। পড়াশোনা, মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে। ১০ বছর বয়সে বাবা-মা’র হাত ধরে পাড়ি জমিয়েছিলেন স্বপ্নের দেশে। গত ২৭ জুলাই জানা গিয়েছিল, বাবা-মা হতে চলেছেন এই দম্পতি। তখন থেকে তাদের সাথে সাথে তাদের ভক্ত-সমর্থকরাও প্রতীক্ষার প্রহর গুনছিল।

সাকিব এই মুহূর্তে স্ত্রী-কন্যার সাথে যুক্তরাষ্ট্রেই আছেন। তবে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসর খেলতে তিনি শিঘ্রই দেশে ফিরবেন বলে জানা গেছে।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts