April 21, 2019

মহান স্বাধীনতা দিবসে ‘অঙ্গীকার’ বেদিতে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা

11111এ কে আজাদ, চাঁদপুর : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের পর পরই শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ’অঙ্গিকার’ পাদদেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মঈনুল হাসানের নেতৃত্বে জেলা প্রশাসন, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার জিহাদুল কবিরের নেতৃত্বে জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, নৌ-পুলিশের পক্ষে পুলিশ সুপার জমসের আলী, জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আ’লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদের নেতৃত্বে। এছাড়াও জেলা যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আ’লীগসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পণ করেন। দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন অফিস-আদালতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও মার্চপাস্টের সালাম গ্রহণ করা হয়। এ সময় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মঈনুল হাসান । এরপর শুরু হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু-কিশোর সংগঠনের ডিসপ্লে। তারপর পুলিশ সুপারের বক্তব্য প্রদান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বেলা ১১টার সময়ে চাঁদপুর সার্কিট হাউজে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদানসহ পর্যায়ক্রমে পালিত হয় বিভিন্ন কর্মসুচি।

Related posts