April 24, 2019

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

PM-3-5c35ce017bf0c

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের ৪৭ সদস্যকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

বুধবার দুপুর ১টা ৩৭ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন।

পরে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সূরা ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

এই প্রথম এক সাথে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন।

নব গঠিত মন্ত্রিপরিষদের সদস্যরা ঢাকা সংসদ ভবনের মিডিয়া সেন্টার থেকে বুধবার সকাল ৭টায় এনা পরিবহনের ৩টি বাসে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। তারা দুপুর ১টা ৩০ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছান।

Related posts