April 21, 2019

ভয়াবহ দুর্ভিক্ষ দক্ষিণ সুদান

আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। দেশটির চব্বিশ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। জাতিসংঘ বলছে, দক্ষিণ সুদানের অনেকেই চরম খাদ্য সংকটে ভুগছে। সংস্থাটি এটিকে চলমান দুর্বিপাক হিসেবে উল্লেখ করেছে।

দেশটিতে সরকারের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের দুই বছর পর এসে এ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় ত্রিশ হাজার মানুষকে মারাত্মক ক্ষুধার্ত হিসেবে বর্ণনা করে বলা হচ্ছে দেশটি দুর্ভিক্ষে জর্জরিত হয়ে পড়েছে। চলতি বছর অনাবৃষ্টি দেখা দেয়ায় পরিস্থিতি আরো কঠিন হচ্ছে।

ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রসের (আইসিআরসি) প্রতিনিধি মেসেরেট মেঙ্গিস্টু বলেন, এ মৌসুমে ফসল উৎপাদনের অবস্থা খুব নাজুক। ফলে খাদ্য সংকট আরো বাড়তে পারে। দেশটিতে পৌনে দুই লাখেরও বেশি মানুষ এখন জাতিসংঘের আশ্রয় শিবিরে অবস্থান করছে।

দক্ষিণ সুদানের খাদ্য সংকট পরিস্থিতি এখন বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ বলে গত বছর এক প্রতিবেদনে জানায় জাতিসংঘ।

দি গ্লোবাল নিউজ ২৪ডট কম/মেহেদি/ডেরি

Related posts