September 26, 2018

ভয়াবহ ঘূর্ণিঝড় বাড়ছে মৃতের সংখ্যা

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ ঘূর্ণিঝড়ে ৮ জন মারা গেছেন। এতে করে গত সপ্তাহ জুড়ে যুক্তরাষ্ট্রের আরো কয়েকট অঙ্গরাজ্যে বয়ে যাওয়া ঝড়ের ঘটনায় নিহতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৬ জনে।

টেক্সাসে নিহত ৮ জনের মধ্যে ৫ জন মারা যান ডালাসের নিকটবর্তী গারল্যান্ড মহাসড়কে গাড়ি চালানোর সময় ঘূর্ণিঝড়ের আঘাতে গাড়িসহ উড়ে গিয়ে এবং বাকি ৩ জন নিহত হয়েছেন নিকটবর্তী শহরে।

আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, টেক্সাস এবং নিউ মেক্সিকোতে মাত্রাতিরিক্ত তুষারপাত হওয়ার সম্ভবনা রয়েছে, প্রায় ১৬ ইঞ্চি পর্যন্ত তুষার পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ে টেক্সাস জুড়ে ঘরবাড়ি, দোকানপাট এবং যানবাহন ধ্বংস হয়েছে। গাছপালা উপচে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/মেহেদী/ডেরি

Related posts